তাঁতের শাড়ী সহ হাতের তৈরি বিভিন্ন রকম সামগ্রীর বিপণনের জন্য এগিয়ে আসতে চলেছে ন্যাশনাল কো-অপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া, বাড়ি বাড়ি ঘুরে দেখলেন প্রতিনিধিরা

Social

মলয় দে নদীয়া:- তাঁতের শাড়ী সহ বাঁশ বেত দিয়ে তৈরি ঝুড়ি ও অন্যান্য শোপিস কাঠ মাটি এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি হাতের তৈরি বিভিন্ন রকম সামগ্রীর বিপণনের জন্য এগিয়ে আসতে চলেছে ন্যাশনাল কো-অপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া। রবিবার দিল্লি থেকে ওই সংস্থার মহিলা কমিটির একজন প্রতিনিধি নদীয়ার শান্তিপুর ব্লকের শান্তিপুর ফুলিয়া এবং রানাঘাট ব্লক এর হবিবপুর সহ বেশ কয়েকটি জায়গায় পরিদর্শনে এসেছিলেন। বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল । ফুলিয়া একটি মিটিংয়ের ব্যবস্থা করা হয় এ উপলক্ষে সেখানে উঠে আসে বিভিন্ন কৃষিজ ফসল ফল প্রক্রিয়াকরণ নিয়ে নানান ট্রেনিং এর ব্যবস্থা করার উদ্যোগ।

সোমা রায় নামে ওই প্রতিনিধি জানিয়েছেন,’ ন্যাশনাল কোয়াপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি হাটের ব্যবস্থা করা হয়েছে। দিল্লিতে রয়েছে এমন একটি হাট। যে হাটে বিভিন্ন কোঅপারেটিভ এর সঙ্গে জড়িত মানুষেরা তাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করার সুযোগ পান। ভারতবর্ষে হয়েছে ৮-লক্ষ কো-অপারেটিভ। নদীয়ার বিভিন্ন জায়গায় তাঁতের শাড়ি সহ বিভিন্ন রকম জিনিস যারা তৈরি করেন তাদের উৎপাদিত সামগ্রী কোপারেটিভ এর মাধ্যমে ওই হাটে যাতে বিক্রি করা যায়, তেমনি পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি দিল্লি থেকে পরিদর্শনে এসেছেন।’ এদিন সোমা রায় নামে ওই প্রতিনিধি বিভিন্ন জায়গায় গিয়ে সেই সব সামগ্রী খতিয়ে দেখেন। স্বভাবতই নিজেদের উৎপাদিত সামগ্রী বিক্রি করার সুযোগ তৈরি হলে, তাদের সামনে এক বিরাট আর্থিক রোজগারের সুযোগ খুলে যাবে বলে সেই সব মানুষেরা জানিয়েছেন।

Leave a Reply