ওয়েব ডেস্ক : প্রতিভা কখনো লুকোনো থাকে না । ছোট ছোট শিশুদের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা গুলি লুকিয়ে রয়েছে সেগুলিকে বাইরে আনতে পারলেই কেল্লাফতে। উদিত নারায়ণ থেকে অলকা ইয়াগনিক, কুমার শানু থেকে হিমেশ রেশমিয়া সকলের মুখেই বারবার প্রশংসা শোনা গিয়েছে বর্ধমানের ছোট্ট মেয়ে প্রীতি ভট্টাচার্যের গানের। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রীতির গানে মুগ্ধ গোটা দেশ। ঘরের মেয়েকে নিয়ে গর্বিত স্কুল সহ গোটা শহর বর্ধমান। ৯ বছরের প্রীতি একটি জনপ্রিয় হিন্দি চ্যানেলে গানের রিয়েলিটি-শো প্রতিযোগিতা শুরু করেছিল ১১০ জন প্রতিযোগীর সঙ্গে। সবাইকে টপকে ‘সুপার স্টার সিঙ্গার’ হিসেবে গোল্ডেন ট্রফি জিতে নিয়েছে সে। শো চলাকালীন প্রীতির গানে মুগ্ধ শহরের বাসিন্দারাও টিভির পর্দায় চোখ রেখেছিলেন। সবাইকে চমকে দিয়ে প্রথম হয়ে ১৫ লক্ষ টাকার সেরা পুরস্কার জিতে নেয় বর্ধমানের বাদামতলার বাসিন্দা প্রীতি ভট্টাচার্য।নিউ সোশ্যাল বার্তার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।