সোনালী সংঘ ক্লাবের পক্ষ থেকে, পথচলতিদের মাস্ক স্যানিটাইজার বিতরণ

Social

মলয় দে, নদীয়া :-৭৪ তম স্বাধীনতা দিবসের দিনে সকাল থেকেই সারা জেলা জুড়ে চলছে ১৫ ই আগস্টের বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচী। পতাকা উত্তোলনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও পালন করতে দেখা গেল নদীয়ার শান্তিপুরের সোনালী সংঘের এর পক্ষ থেকে।

সকালেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে সাবান মাস্ক স্যানিটাইজার বিলি করে তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য তার হাত দিয়েই এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও সাধারণ মানুষের উদ্দেশ্যে মারণ রোগ করোনা ভাইরাস এর সচেতনতাও করা হয়। স্বাধীনতা দিবসের দিনে তাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শান্তিপুরের সাধারণ মানুষ।

Leave a Reply