দেবু সিংহ,মালদা : দোল উৎসবের প্রাক্কালে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনায় দুই বেআইনি মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে মহদিপুর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার এলাকায় অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ। সেখানে এক মদ বিক্রেতাকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েক বোতল দেশী এবং বিদেশী মদ । পাশাপাশি এদিন রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী এবং বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। দুইজনকে গ্রেফতার করার পর বৃহস্পতিবার মালদা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ।