চন্ডালি কালিমাতা পুজো কমিটি রাতের খাবার জোগালো ২০০ প্রান্তিক মানুষের

Social

মলয় দে নদীয়া:-বড় গোস্বামী পাড়ার চন্ডালি কালীমাতা পূজা কমিটির গতকাল সকাল থেকে সাজ সাজ রব। ৮০০ রুটির আটা জোগাড়, মাখা, বেলা, স্যঁকা পর্যাপ্ত পরিমাণ তরকারি কোটা রান্না করা সবটাই আয়োজন করেছে পাড়ার মা দিদি কাকিরা , ছেলেরা অবশ্য নানা কাজে সহযোগিতা করেছে।

লোকজনের ভিড় এড়াতে উঠোনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক লাগিয়ে সাধনা দে ,সুপ্রকাশ ভট্টাচার্য, দিপালী নন্দী, কনিকা গোস্বামী, মালা ভট্টাচার্য সকাল থেকে নাওয়া-খাওয়া ভুলে যুদ্ধকালীন তৎপরতায় নিজেদের নিয়োজিত করেছে আর্ত-পীড়িতদের সহযোগিতায়।

উদ্যোক্তাদের মধ্যে থেকে রমাপ্রসাদ ভট্টাচার্য জানান এত মানুষকে খাবার পৌঁছে দেওয়ার জন্য দিশারী, নবজাগরণ, ইচ্ছা পরিবার, এবং প্রতিবন্ধন পরিবার এর মতো বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নেওয়া হয়েছে। কারণ সারা বছর নিয়মিত কাজের নিরিখে তারাই জানেন প্রকৃত দু:স্থ কারা! এরকম বিভিন্ন সংগঠনের সদস্যরা হোম ডেলিভারির মতো অতি দ্রুত পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি। এবাদত যদি সরাসরি কেউ এসে পৌঁছেছেন তাদেরকেও খুলে দেওয়া হচ্ছে রাতের খাবার।

Leave a Reply