নদীয়ায় স্বর্গীয় সত্যজিৎ বিশ্বাস ও গগনচন্দ্র বিশ্বাস এর স্মরণে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ

Social

সমীর দাস, নদীয়া:- গ্রীষ্মের প্রখর রৌদ্র শুরু হচ্ছে।ধীরে ধীরে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জোগান কমছে। এবার ব্লাডব্যাঙ্কে রক্তের জোগান দিতে সহযোগীতার হাত বাড়িয়ে দিল নদীয়া জেলার হাঁসখালী যুব তৃণমূল কংগ্রেস কমিটি ।

জানা যায় স্বর্গীয় সত্যজিৎ বিশ্বাস ও স্বর্গীয় গগনচন্দ্র বিশ্বাস এর স্মরণে হাঁসখালি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বানে ও বাদকুল্লা আঞ্চলিক তৃণমূল যুব কংগ্রেস কমিটির সহযোগিতায় বার্ষিক স্বেচ্ছা রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয় বাদকুল্লার N.B.C ক্লাব প্রাঙ্গণে । শুরুতে স্বর্গীয় সত্যজিৎ বিশ্বাস ও স্বর্গীয় গগন চন্দ্র বিশ্বাসের প্রতিকৃতি মাল্যদান ও এক মিনিট নীরবতা পালন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এই রক্তদান শিবিরে প্রায় ৩০০ জন রক্তদাতার রক্ত দান করেন এবং ৫৮০ জন সাধারণ মানুষকে কম্বল ও মশারি দান করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আবীর রঞ্জন বিশ্বাস ,হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভানেত্রী মুনমুন বিশ্বাস ,নদীয়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ শশাঙ্ক শেখর বিশ্বাস, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের হাঁসখালি ব্লক সভাপতি ও বাদকুল্লা ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান সুবীর বিশ্বাস ,জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার গুহ, নদীয়া জেলার AITCSSMC অ্যাডমিন সভাপতি সৈকত দাস, AITCSSMC রাজ্যের কোর কমিটি সদস্য অমিতাভ সরকার ও হাঁসখালি ব্লকের তৃণমূল কংগ্রেসের এবং নদীয়া জেলার AITCSSMC সোশ্যাল মিডিয়ার অন্যান্য নেতৃত্ববৃন্দ।

Leave a Reply