মলয় দে নদীয়া; দীর্ঘ লকডাউনে কর্মহীন সাধারণমানুষ, তার ওপর লাগামহীন পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি। সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা হিসেবে আজ ডিওয়াইএফআই রানাঘাট শহর এর পক্ষ থেকে পথে নেমেছেন যুবরা।
আন্দোলনের মাত্রা তীব্রতর হয়ে ওঠায় তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন বলেই জানানো হয়। পেট্রোলের মূল্যবৃদ্ধি মানে পরিবহন এর সঙ্গে যুক্ত সমস্ত দ্রব্যাদির মূল্যবৃদ্ধি, এমনকি পেট্রোল যত সমস্ত দ্রব্যও। আর ডিজেলের দাম বাড়ার মানে তো সরাসরি পেটে টান পড়া, কৃষি জাতীয় সমস্ত খাদ্যদ্রব্যর আকাশছোঁয়া দাম এর সম্ভাবনা। তাই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রানাঘাট ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ডিওয়াইএফআই।