অশোকনগরে শতাধিক মানুষদের মধ্যে সম্পূর্ন বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা শিবির

Social

করোনা মহামারি কম হতেই মানুষ তার স্বাভাবিক ছন্দ ফিরে পেতে মরিয়া। আগামীকাল থেকে করোনা সংকট কাটিয়ে রাজ্যে মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে।ঠিক তার আগে অশোক নগর কমলা নেহরু আদর্শ বিদ্যামন্দির ফর গার্লস স্কুলে হয়ে গেল শতাধিক মানুষদের মধ্যে সম্পূর্ন বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে চিকিৎসকের পরামর্শ সহ একাধিক বিষয়ে শারীরিক পরীক্ষা ও যোগা কর্মশালা।

অনুষ্ঠানে আয়োজক ছিলেন অশোকনগর প্রেস ক্লাবের উদ্যোগে স্বপ্নের খোঁজে,যোগা মনাস্ট্রি ও লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ ইস্ট।তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোক নগর কল্যানগড় পৌরসভার প্রাক্তন বিধায়ক ধীমান রায়,স্থানীয় পৌরমাতা কৃষ্ণা চক্রবর্তী এবং বিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের শিক্ষিকা শ্রীযুক্তা শান্তি রায়।সেই সঙ্গে সারা বছর ধরে সাধারন মানুষের জন্য কাজ করা সংস্থা অশোক নগর বৈশাখী উৎসব কমিটি।এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে বৈশাখী উৎসব কমিটির সদস্য দেবাশীষ মজুমদার বলেন আমরা সারা বছর মানুষের প্রয়োজনে সমাজের কথা ভেবে চাহিদা অনুযায়ী কাজ করে থাকি।আজকের এই অনুষ্ঠান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যদি একসাথে কাজ করে সেটা সমাজের রাস্ট্রের পক্ষে মঙ্গলজনক।কারন আমাদের সকলের একটাই লক্ষ্য সমাজের রাষ্ট্রের উন্নতি সাধন।

Leave a Reply