পটাশপুর দু’নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের টনিয়াবিলা গ্রাম পরিচালন কমিটি ও মন্দির উন্নয়ন কমিটির ব্যাবস্থাপনায় সর্বজনীন শিব চতুর্দশী ব্রত উদযাপন ও মেলার শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য মন্ত্রী তথা রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। মঙ্গলবার দুপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর থানার ভারপ্রাপ্ত ওসি দীপক কুমার চক্রবর্তী,বিডিও শঙ্কু বিশ্বাস, উপপ্রধান অপরেশ সাঁতরা, বিশিষ্ট সমাজসেবী মানস রায়,টনিয়াবিলা গ্রাম কমিট সভাপতি নবকুমার পন্ডা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।