সৌরভ গাঙ্গুলীর জন্মদিনে সেলাই করে পোর্ট্রেট তৈরি করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন নদীয়ার সীমা সেন 

Social

মলয় দে, নদীয়া:- করোনা পরিস্থিতিতে, জন্ম-মৃত্যু স্মরণ বরণ সবকিছুই ভার্চুয়াল! একশ্রেণীর মানুষের দাবী,একমাত্র রাজনৈতিক সভা-সমিতির একচ্ছত্র আধিপত্য স্বাস্থ্যবিধি রক্ষার দায় স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারন মানুষের!তাই ঘরে বসেই সাধারণ মানুষ পালন করে থাকেন তাদের প্রিয় মানুষটির জন্মদিন।

আজ মহারাজের জন্মদিন! অর্থাৎ সার্বিক দাদা সৌরভ গঙ্গুলি’র। জেলায় অন্য বছরের মতন এবছর কোন উন্মদনা লক্ষ্য করা গেলোনা, “সুস্থ আছি”বলা ছাড়া কলকাতায় সাংবাদিকদের কাছেও খুব আপ্লুত দেখায়নি তাকে।
কিন্তু তা বলে দাদার সমর্থকরা তো আর চুপ করে থাকতে পারে না!

নদীয়া জেলার শান্তিপুর ভারতমাতা মোড়ের সূচি শিল্পী সীমা সেন, সুচ সুতো দিয়ে সেলাই করে, তৈরি করে ফেললেন, সৌরভ গাঙ্গুলীর একটি পোর্ট্রেট।

তিনি জানান, দাদার যখন শরীর খারাপ তার আগে থেকেই এ কাজে হাত দিয়েছি, মানে স্কেচ করে রাখা ছিলো,, শরীর খারাপের কথা শুনে সেলাইয়ে মন বসাতে পারছিলাম না! পরক্ষনেই মনে হলো, এক এক টি স্টিচ হোক সুস্থতার এক-একটি প্রার্থনা! অবশেষে সুস্থ হয়েছেন তিনি, আর আজকে জন্মদিনেই সম্পূর্ণ হলো আমার পোর্ট্রেটটিও।

কিন্তু এত কথা কি পৌঁছাবে! দাদার কাছে? প্রশ্নের উত্তরে গৃহবধূ সীমা দেবী জানান, জন্ম অথবা মৃত্যু দিবসের আগে মহাত্মা গান্ধী ,রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু এইরকম অনেক পোর্ট্রেট তৈরি করেছি এর আগেও! যে যেমন ভাবে ভালবাসে! আমার শিল্প কর্মের মধ্য দিয়েই শ্রদ্ধার্ঘ্য জানানো আর কিছু নয়! আর যদি পৌঁছানোর কথাই বলেন! সে সৌভাগ্যও হয়েছে দু একবার, নাট্যকার কৌশিক সেন , গৌতম হালদার,দেব শংকর হালদার, সীমা মুখোপাধ্যায়, চন্দন সেন এইরকমই বহু নাট্য নির্দেশক এবং নাট্যব্যক্তিত্ব অভিনেতা অভিনেত্রী সান্নিধ্যে তাদের হাতে নিজে তুলে দেবো তা কখনো ভাবতেও পারিনি যখন তাদের জন্য কাজটি করেছিলাম। তাই নিশ্চিত করে না বলতে পারলেও, আমি আশাবাদী হয়তো একদিন নিশ্চয়ই পাবো তার সান্নিধ্য। তবে এগুলো শুধুই বাড়তি পাওনা, আমার উদ্দেশ্য হলো এ প্রজন্মের মেয়েরা বহন করে নিয়ে চলুক তাদের পূর্ব স্মৃতি বিজড়িত ঐতিহ্য।

Leave a Reply