মলয় দে নদীয়া:-সারা বছর পড়াশোনার ফাঁকে দু-একদিনের পড়াশোনার ছুটি, সাথে সারাদিন হই-হুল্লোড় বন্ধুদের নিয়ে নাচ, গান আবৃত্তি, ছবি আঁকার মধ্যে দিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা সারা ভারত বর্ষ ব্যাপী ছড়িয়ে দিতে শান্তিপুর বাইপাস সংলগ্ন শান্তিপুর পাবলিক স্কুলের ব্যবস্থাপনায় ক্রিসমাস কার্নিভাল পালিত হচ্ছে দুদিনব্যাপী।
স্কুলের কম্পাউন্ডের মধ্যেই বসেছে মেলা, নিজেদের তৈরি খাবারের স্টল, বন্দুক দিয়ে বেলুন ফাটানো, ম্যাজিক শো, যেমন খুশি সাজো সহ ক্ষুদে দের প্রিয় মনোরঞ্জনকর বিষয়গুলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আই অজিত দাস মহাশয়।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রভু যীশুর বাণী, চিন্তাভাবনা, জীবনশৈলী বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের শিক্ষনীয়। তাই মেলার আনন্দ উৎসবের মাঝেও একজন মানুষের মতন মানুষ হওয়ার প্রয়োজনে জীবন গড়ার মূলমন্ত্র বাচ্চাদের দেওয়াই আমাদের উদ্দেশ্য।