দেবুসিংহ,মালদা: বিধ্বংসী অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর বাড়ি সংলগ্ন ফাস্টফুডের কারখানা ভস্মীভূত দুটো হয়ে গেল লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হওয়ার পর ওই ব্যবসায়ীর পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে রয়েছে ।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার ময়নার কৃষ্ণপল্লী এলাকায়। গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর এলাকায় পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘন্টা খানেক এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়নার কৃষ্ণ পল্লী এলাকার জনৈক ব্যবসায়ীর নাম অসিত কর্মকার দিলীপ কর্মকার পুলিশকে জানিয়েছেন এদিন গভীর রাতে বাড়ি সংলগ্ন দোকান এবং কারখানায় আগুন লাগে দোকানের প্রায় ৪ লক্ষ টাকা এবং কারখানার সামগ্রীর প্রায় ২২ লক্ষ টাকা নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ীর পরিবার।
ব্যবসায়ী অশোক কর্মকার , দিলিপ কমকার জানিয়েছেন, এদিন গভির রাতে হঠাৎ করে সট – সার্কিট হয়ে পুরে যায় পুরো বাড়ি। বাড়িতে থাকা নগদ চার লাখ টাকা কারখানার ২২ লাখ টাকার সামগ্রী, দুটি বাইক, একটি টোটো তিনটি আইসক্রিমের গাড়ি একটি মুদিখানা দোকান লাড্ডুর ফ্যাক্টরি এবং তার সাথে কটকটি মটর ভাজা ডিমের আইটেম ছিলো সেগুলিও পুড়ে ছাই হয়ে গিয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বাড়ির বিদ্যুত থেকে শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।
এদিন এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন ঘটনাস্থলে আসেন । ওই ব্যবসায়ী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক।