মলয় দে নদীয়া:- শান্তিপুর পৌরসভার উদ্যোগে সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গান কবিতা এবং নানান স্মৃতিচারণা করা হয় শান্তিপুর ডাকঘর ভাষা আন্দোলনের শহীদ তোরণে। নাট্য সংস্থা শান্তিপুর সাজঘর একটি পদযাত্রা রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে সমবেত হন পৌরসভা আয়োজিত এই অনুষ্ঠানে।
শান্তিপুর পৌরসভার আয়োজনে শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ড সংলগ্ন ভাষা শহীদ স্মারক স্তম্ভের সামনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামানিক, নাট্য ব্যক্তিত্ব কৌশিক চট্টোপাধ্যায়, বিশ্বজিত বিশ্বাস, সাংবাদিক সত্যনারায়ন গোস্বামী, মেঘনা চট্টোপাধ্যায়, রজত প্রামানিক প্রমুখ ৷ কবিতা আবৃত্তি করেন প্রমিতা মুখার্জী, পুনম গোস্বামী, বন্যা ব্যানার্জী প্রমুখ ৷ সম্পূর্ন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তিপুর পৌরসভার প্রধান করনিক উদয়ন মুখোপাধ্যায় ৷
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।
প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।