শহীদ স্মরণে চাকদহের স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যাশার” রক্তার্পণ

Social

মলয় দে নদীয়া:- নদীয়ার চাকদহে ২০২০ সলের ১২ই আগস্ট থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পথ চলা সামাজিক সংগঠন প্রত্যাশার। তখন সদস্য সংখ্যা ছিল মাত্র ৭০ জন আর আজ ১১৫ জন। মূলত পথের সারমেয় এবং পথশিশুদের নিয়ে তাদের সামাজিক দায়িত্ব পূরণের কাজ আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে লকডাউনের মধ্যে।

গতকাল চাকদহ ৬ নম্বর ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাতে রক্তার্পণ শিবির  অনুষ্ঠিত হলো। ৫০জনের লক্ষ্যমাত্রা ধার্য করলেও সে সংখ্যা ছাপিয়ে যায়। সংগঠনের পক্ষে দেবাশিস সেন জানান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এই রক্ত দান নয় তাদের উদ্দেশ্যে আগামীর চলার পথের শপথ করার অর্পণ মাত্র তাই রক্তর্পণ।

Leave a Reply