মলয় দে নদীয়া:- রবিবার সন্ধ্যায় নদীয়ার কোতোয়ালি থানার যাত্রাপুরের কাছে রবিবার সন্ধ্যায় অটোর সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন এক শিশুসহ পাঁচজন অটোর যাত্রী। জখম হয়েছেন মোটর বাইকের চালকও।তাদের সকলেরই বাড়ি ধুবুলিয়াতে। জখম সকলেই বর্তমানে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ সূত্রে জানতে পারা যায়, ধুবুলিয়া থেকে ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মেলা দেখতে যাচ্ছিলেন শিশু সহ মোট পাঁচজন। যাত্রাপুরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মোটর বাইকের সঙ্গে তাদের অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে।জখম হয়েছেন অটোর সব যাত্রী এবং সেই সঙ্গে মোটরবাইকের চালকও।আহতদের মধ্যে ধুবুলিয়ার বাসিন্দা তিন বছরের অরিত্র রায়, ৫৩ বছরের পূর্ণ লক্ষ্মী রায়, ৬০ বছরের নরেশ রায়, ১১ বছরের নিলয় বিশ্বাস এবং ১৮ বছরের সোমনাথ মল্লিক।