মলয় দে নদীয়া :- শারীরিক স্বাস্থ্যের খোঁজ খবর, বিভিন্ন পরীক্ষা এবং চিকিৎসার সচেতনতা বাড়লেও মানসিক রোগীর সংখ্যা বাড়ছে ক্রমশ। দীর্ঘ করোনা পরিস্থিতির মধ্যে অবসরজনিত কারণে চিন্তা বৃদ্ধির ফলে কর্মহীনতা, পড়াশোনার গাফিলতি , নানান দুশ্চিন্তা গ্রাস করেছিলো মনকে। আদৌ কি মন ভালো আছে?মনের অসুখ কোথায় সারানো যায় এ ধরনের নানান সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে স্বাস্থ্য দফতরের উদ্যোগে নদীয়া জেলায় আগামী 28 দিন ধরে ঘুরবে বিশেষ ট্যাবলো। সাধারণ মানুষকে মনোরঞ্জনের ছলে সেই তথ্যই দেবেন বুলান গানের মাধ্যমে বিভিন্ন শহর এবং ব্লকে। এমনটাই জানা গেল নদীয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে।
জয়গুরু সম্প্রদায় এর গুরুপদ পাত্র জানান, এর আগে যক্ষা রোগ নিয়ে দীর্ঘ ছয় মাস ধরে লাগাতার প্রচার কার্য সম্পন্ন করেছেন বিভিন্ন জেলায়। এবার নতুন বিষয় কাজের দায়িত্ব পেয়েছেন তারা। তাই বিভিন্ন বাদ্যযন্ত্রসহ নাচ এবং বুলান গানের মাধ্যমে পুরুষ শিল্পীরা মহিলা এবং অন্যান্য বিশেষ চরিত্রের অভিনয় করে মজার ছলে বোঝাবেন সহজভাবে।