প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়তে নদীয়ার কল্যাণীতে উদ্বোধন হলো অত্যাধুনিক বিভিন্ন ধরনের স্বনির্ভর হওয়ার প্রশিক্ষণ শিবির

Social

মলয় দে, নদীয়া :-কেন্দ্রীয় সরকারের খাদি ও গ্রাম কুটির শিল্প নিগম মন্ত্রালয়ের উদ্যোগে চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা গতকাল নদীয়া জেলা কল্যাণীতে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন।

তিন একর জমিতে সাড়ে তিন কোটি টাকা খরচ প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে উঠেছে বলে জানান চেয়ারম্যান । চাকুরী এবং জীবিকা সংক্রান্ত বিষয় পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বনির্ভর প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এটি রূপ পাবে বলে তিনি আশাবাদী।

কল্যাণী মহাবিদ্যালয় বেশ কিছু শিক্ষার্থী এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । জানা যায় বয়ন শিল্প, মোমবাতি তৈরি, অপ্রচলিত শক্তি, পরিত্যক্ত বজ্র থেকে শক্তি উৎপাদন এধরনের নানান অত্যাধুনিক বিষয়ে ট্রেনিং দেওয়া হবে আগ্রহীদের। ছাত্র-ছাত্রীদের হোস্টেল ক্লাসরুম কনফারেন্স রুম ক্যান্টিন এবং উন্নত প্রশিক্ষণ গৃহ মিলিয়ে এটি একটি মডার্ন ট্রেনিং সেন্টারে রূপ নিতে চলেছে।

Leave a Reply