মালদার চাঁচলে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক

Social

দেবু সিংহ,চাঁচল: রাতের আঁধারে শুনশান গ্রামের বাজার।এলাকার মানুষ যখন ঘুমে আচ্ছন্ন,তখন সেই বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব‍্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।বুধবার গভীররাতে মালদহের চাঁচল থানার চকবাজার এলাকার ঘটনা।

গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ আধিকারিক দিলওয়ার হোসেন ও অন‍্যান‍্য পুলিশ কর্মীরা গিয়ে গ্রেফতার করে ওই ব‍্যক্তিকে।
পুলিশ জানান,ধৃতের নাম বাবুলাল দাস (৪১)বাড়িি হরিশ্চন্দ্রপুর থানার বসতপুর এলাকায়।তার কাছ থেকে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে দুজন চকবাজারে চড়ো হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।একজন জালে এলেও অপরজন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে।ধৃত পান্ডার সাথে আরোও কারা জড়িত বা অবৈধ কোনো কর্মকান্ডে লিপ্ত রয়েছে কিনা?তাই বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে চাঁচল থানার পুলিশের পক্ষ থেকে।

Leave a Reply