সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কৃষ্ণনগর মুখ্য ডাকঘরে অনুষ্ঠিত হলো আধার সংক্রান্ত ক্যাম্প

Social

সোশ্যাল বার্তা,নদীয়া: ভারতীয় ডাক বিভাগের নদিয়া উত্তর মণ্ডলের পক্ষ থেকে কৃষ্ণনগর মুখ্য ডাকঘরে গতকাল ৯ই ফেব্রুয়ারি পালিত হল আধার সংক্রান্ত ক্যাম্প। নদিয়া জেলাতেও আধার কার্ড নিয়ে সাধারণ মানুষরা সমস্যায় পড়ছেন নানা সময়ে। এমনকি সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়েও অতিরিক্ত অনেক বেশি টাকা গুনতে হচ্ছে নতুন আধার কার্ড করতে বা সংশোধন করতে। কিছু ক্ষেত্রে সারারাত ধরে লাইন দিতে হচ্ছে, লাইন রাখতে গিয়ে উৎকোচ দিতে হচ্ছে । এসবের বিরুদ্ধেই সাধারণ মানুষ কে সচেতন করতে নদিয়া উত্তর বিভাগের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

নদিয়া উত্তর মণ্ডলের ডাক অধিক্ষক শ্রী প্রভাত ব্যানার্জি বলেন, “আমাদের মুখ্য উদ্দেশ্য হল সাধারণ মানুষ কে আরো সচেতন করা, এবং একই সাথে মানুষের কোনো রকম পরিষেবা পেতে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আগামী দিনে এই উত্তর মণ্ডল কে নিয়ে আরো এগিয়ে যাবো সাধারণ মানুষের স্বার্থে।”

Leave a Reply