দেবু সিংহ,মালদা:- নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস রুমে বসে পঠন-পাঠন চালুর দাবিতে মালদা শহরের রাস্তায় বিক্ষোভ আন্দোলন ও পথসভা করে জেলাশাসককে ডেপুটেশন দিল ন্যাশনাল কাউন্সিল ফর আন-এডেট স্কুল অরগানাইজেশন মালদা শাখা। সংগঠনের পক্ষ থেকে মালদা জেলার বিভিন্ন প্রান্তের নার্সারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের নিয়ে মালদা শহরের আই টি আই মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। সারা শহর পরিক্রমা করে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘক্ষন অবস্থান বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা। জেলাশাসকের হাতে তাদের দাবি পত্রটি ডেপুটেশন আকারে পেশ করে। জেলা শাসককে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি জেলা শিক্ষা দপ্তরের স্কুল পরিদর্শকেও(প্রাথমিক) ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আগামী ৭ই ফেব্রুয়ারির মধ্যে যদি নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুল খোলা না হয় তাহলে তারা নিজের উদ্যোগেই স্কুল খুলে পঠন-পাঠন শুরু করবেন এমনি হুঁশিয়ারি দেন জেলা প্রশাসনকে ।