ভয়াবহ অগ্নিকাণ্ড নদীয়ার রানাঘাটে ,ফায়ার ব্রিগেডের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Social

ভয়াবহ অগ্নিকাণ্ড নদীয়ার রানাঘাটে

মলয় দে নদীয়া:- নদীয়ার রানাঘাট শহরের বুকে আবারও ঘটলো অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ রানাঘাট বিশ্বাস পাড়ায় তুলসী ভট্টাচার্যের বাড়িতে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। যার ফলে ভস্মীভূত হয়ে যায় তুলসী বাবুর বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান জিনিস। রানাঘাটের ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিনের ৪০ মিনিটে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকল সূত্রে খবর শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে আসে রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় রানাঘাটের মুখ্য পৌর প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যান।

Leave a Reply