মলয় দে নদীয়া:- আজ ইং ২রা ফেব্রুয়ারি বুধবার নদীয়া জেলার অন্যতম একটি সামাজিক সংগঠন শান্তিপুর পূর্ণিমা মিলোনি সংঘের উদ্যোগে তাদের বার্ষিক বনভোজন করা হলো বিশেষ চাহিদা সম্পন্ন ভালবাসার মানুষ জনদের নিয়ে।
শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে তাদের এই বনভোজনের আয়োজন করা হয়। এই বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ সহ অন্যান্য পুলিশ অফিসার ও অন্যান্য পুলিশ কর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জয়ন্ত মেট, শান্তিপুর কলেজ এর অধ্যাপিকা ডক্টর সুচিস্মিতা সান্যাল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে অতিথিদের সন্মান প্রদর্শন করা হয়। অতিথিরা তাদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে শান্তিপুর পূর্ণিমা মিলনি সংঘের ভুয়সী প্রশংসা করেন। পূর্ণিমা মিলানি সংঘের পক্ষ থেকে উপস্থিত শান্তিপুর প্রতিবন্ধন এর সভাপতি সুজন দত্ত কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় ও উপস্থিত সকল প্রতিবন্ধী ভালবাসার মানুষ জন দের সন্মান প্রদর্শন করে উপহর প্রদান করা হয়, এছাড়া আজকের এই বিশেষ বন ভোজনে বিশিষ্ট হারমোনিকা শিল্পী সায়ন পাল এর মাউথ অর্গান এর মাধ্যমে সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানের অন্য মাত্রা পায়, যা সকলকে মুগ্ধ করে, শান্তিপুর কলেজের অধ্যাপিকা সুচিস্মিতা সান্যাল রবীন্দ্র সংগীত পরিবেশন করেন ও শান্তিপুর পূর্ণিমা মীলোনি সংঘের সম্পাদিকা স্মৃতি ঘোষ আবৃত্তি পরিবেশন করেন, সর্ব পরি সংগঠনের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায় ও সংগীত পরিবেশন করলেন। সর্ব সাকুল্যে শান্তিপুর পূর্ণিমা মিলেনি সংঘ আজকের দিন টি বিশেষ চাহিদা সম্পন্ন সকল মানুষ জনকে নিয়ে কাটালেন। এ বিষয়ে প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের মহতি উদ্যোগকে সাধুবাদ জানান। তারা এ-ও বলেন অতীতে প্রত্যেক অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রিত করা হয়। শান্তিপুর পূর্ণিমা মিলেনি সংঘ এর পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন করণা আবহে গৃহবন্দী ছিলেন তারা, নিজেদের আনন্দ করার সাথে তাঁদেরকে শামিল করা ছাড়া আর কিছু নয়। আনন্দ সকলে মিলে ভাগ করে নিতে হয়।