সোশ্যাল বার্তা : বাঙালির আদর্শ পুরুষ দেশ প্রেমিক সুভাষ চন্দ্র বসু। ব্রিটিশ শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করতে নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছিলেন । নেতাজির ১২৫ তম জন্মদিনে অভিনব ভাবে সম্মান জানালেন মুর্শিদাবাদের ইসলামপুরের শিল্পী সন্দীপ গুই ।
নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীর প্রতীকরূপে শিল্পীর এই সৃষ্টি। গতিশীল ঘোড়া নয় বরং ধীর পথে অগ্রসর হওয়া ঘোড়ার পিঠে চড়ে দেশবাসীর অভিবাদন গ্রহণ করছেন আমাদের এই গর্বের সন্তান -শিল্পীর সৃষ্টিতে সেই চেতনা জাগ্রত হয়ে উঠেছে। গতিশীল ঘোড়ার উড়ন্ত ছুটন্ত নেতাজির রুপে শিল্পীর বিশ্বাস কম। যেমনটি কলকাতার চৌমাথা মোড়ে প্রতিষ্ঠিত।
চক ইসলামপুর,মুর্শিদাবাদের শিল্পী সন্দীপ তার সৃষ্টিতে ব্যবহার করেছেন শুধুমাত্র কাগজের মন্ড।শিল্পটির উচ্চতা ২ ফুট ৫”। সৃষ্টির সময় কাল প্রায় ১মাস।
উল্লেখ্য সন্দীপ গুই এর আগেও বিভিন্ন মূর্তি তৈরি করে সংবাদের শিরোনামে এসেছেন।