শীতের মরশুমেই মালদার বিভিন্ন বাগানে আমের মুকুলে ভরে গিয়েছে বেশ কিছু গাছ

Social

দেবু সিংহ,মালদা- শীতের মরশুমেই মালদার বিভিন্ন বাগানে আমের মুকুলে ভরে গিয়েছে বেশ কিছু গাছ, আবার কোন কোন গাছে কুঁড়ির দেখা মিলতে শুরু করেছে। অগ্রিম জেলার আম বাগান গুলিতে মুকুল ফুটায় নষ্ট করে দিবে আম হওয়ার আশা। যদিও জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক আমচাষীদের আশ্বাস দিয়ে বলছেন, সঠিক পরিচর্যা করলে এখন ফোটা মুকুলেও আম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শীতের দাপট বাড়লে বা কুয়াশা পড়লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যে সমস্ত গাছে আমের মুকুল ফুটতে শুরু করেছে সেগুলিকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছেন উদ্যানপালন দফতরের কর্তারা।
সাধারণত মালদা জেলায় বসন্তের শুরুতে আমের মুকুল ফুটতে শুরু করে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত হলো আমের মুকুল ফোটার অনুকূল আবহাওয়া। তবে চলতি মরশুমে আবহাওয়ার পরিবর্তন এর জন্যই শীতে আম গাছগুলোতে মুকুল ফুটতে শুরু করেছে। শীত থাকলেও এখন তাপমাত্রার পারদ অনেকটাই আমের মুকুল ফোটার পক্ষে অনুকূল। তাই অধিকাংশ গাছে মুকুল ফুটতে শুরু করেছে।

Leave a Reply