টুসু পরব !  চৌডাল ধামসা মাদল সাথে নিয়ে আমন্ত্রণে যুবক-যুবতীরা, বাড়িতে চলল পিঠে পুলির আয়োজন

Social

মলয় দে নদীয়া:- পৌষ সংক্রান্তির সঙ্গে টুসু উৎসব গ্রাম বাংলার সংস্কৃতিকে এখনও জড়িয়ে রয়েছে আষ্টেপৃষ্ঠে। আজ সন্ধ্যার পর থেকে টুসু উৎসবের বিশেষ সময়ে শুরু হচ্ছে। একমাস আগে থেকে শুরু হয়েছে টুসু উৎসব। সরাতে সরষে, গাঁদা ফুল দিয়ে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে টুসু উৎসব শুরু হয়েছিল মাসখানেক আগে। পৌষ সংক্রান্তির আগের দিন সন্ধ্যার পর থেকে টুসু পুজো বিশেষভাবে দেওয়া হয়ে থাকে।

বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই টুসুর নাচ গান নিয়ে মাঠে থাকছেন গ্রাম বাংলার মানুষেরা। নদীয়ার শান্তিপুরের রামনগর চর পুরাতন পাড়া এলাকায় গিয়ে দেখা গেল গ্রামবাংলার মানুষের টুসু উৎসবের সঙ্গে জড়িয়ে পড়ার সেই ছবি। এক মাস ধরেই সন্ধ্যেবেলায় চৌডোল নিয়ে টুসু গান গাইতে গাইতে টুসু গায়কের দল ঘুরে বেড়ান গ্রামের বিভিন্ন জায়গায়। টুসু পুজো উপলক্ষে মানুষকে জানান দিয়ে থাকেন।

টুসু গায়ক মৃনাল মাহাতো জানিয়েছেন,’ গত একমাস ধরে প্রতি সন্ধ্যায় আমরা চৌডোল নিয়ে টুসু গান গাইতে গাইতে বিভিন্ন মানুষকে জানান দিয়ে এসেছি। সন্ধ্যের পর থেকে অনেক রাত পর্যন্ত চলল টুসু গান নাচ। সঙ্গে পিঠে পুলি সহ ধুমধাম করে পালন করা হলো টুসু উৎসব। আজ শুক্রবার সকালে উৎসবের সমাপ্তি ঘটিয়ে টুসু ভাসান দেওয়া হবে।’

Leave a Reply