দেবু সিংহ,মালদা: কাজ শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দিনমজুরের। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার নুরপুরের কিওর পাড়া এলাকায়। মৃত দিনমজুরের নাম সুবোধ সরকার বয়স(৪৫) বছর। পরিবারে রয়েছে স্ত্রী সাবিত্রী সরকার, ও দুই ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো গতকাল সন্ধ্যার সময় মানিকচক থেকে কাজ করে ফিরছিলেন নিজের সাইকেলে করে। মানিকচকের শ্যামলাল পাড়া এলাকায় সজোরে একটি গাড়ি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়েন ওই দিনমজুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে অবস্থার অবনতি হলে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন আজ সকালে মৃত্যু হয় ওই দিন মজুরের। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা গ্রামে।