#Bandhan Bank: চলতি বছরেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ৫৫১ টি নতুন শাখা খুলছে বন্ধন ব্যাংক

Social

সোশ্যাল বার্তা: অল্প সময়ের মধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক ২০২২-২৩ অর্থবছরে আরও ৫৫১টি শাখা খুলবে, পূর্বাঞ্চলের বাইরে ভারতের অন্যান্য অংশে এবং তা আরও শক্তিশালী হবে বলে জানালেন বন্ধন ব্যাঙ্কের  এমডি এবং সিইও চন্দ্র শেখর ঘোষ বলেছেন।

তিনি জানান , কলকাতা-সদর দফতরের ব্যাঙ্কের শাখার সংখ্যা ৬০০০ ছাড়িয়ে যাচ্ছে ।ভারত একটি বিশাল দেশ এবং আমরা এখন যে স্কেলে আছি তার শুধু একটি বন্ধন ব্যাঙ্ক যথেষ্ট নয়। সুতরাং, আমাদের আরও এবং আরও দ্রুত স্কেল করতে হবে। এর মধ্যে বেশিরভাগ (নতুন শাখা) হবে পূর্ব ভারতের বাইরে, যেখানে আমরা ইতিমধ্যেই অনুপ্রবেশে খুব শক্তিশালী। দেশের অন্যান্য অংশে আমাদের বিতরণকে শক্তিশালী করা আমাদের জন্য একটি মূল ফোকাস।

তিনি বলেন, ডিজিটাল ও প্রযুক্তিগত রূপান্তরের জন্য ব্যাংকের পুশ একটি দুর্দান্ত সাফল্য হয়েছে, মোট লেনদেনের ৯২ শতাংশ ডিজিটাল রুটের মাধ্যমে সংঘটিত হয়েছে।

 

Leave a Reply