মালদা জেলা পুলিশের উদ্যোগে ৫৩ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

Social

দেবু সিংহ,মালদা: মালদা জেলা পুলিশের উদ্যোগে ৫৩ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পুলিশ লাইন ময়দানে।
মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উপস্থিত ছিলেন, মালদা জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অনিস সরকার, ডিএসপি (হেডকোয়ার্টার) প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস সহ অন্যান্য অফিসারেরা।
মঙ্গল এবং বুধবার বিভিন্ন ইভেন্টের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারেরা। এর পাশাপাশি পুলিশকর্মীদের পরিবারের সদস্যরাও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে পুলিশ সুপার অলক রাজোরিয়া বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুলিশের কাছে একটি উৎসব। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে পুলিশকর্মীরা। মঙ্গল এবং বুধবার দুই দিন ধরে অনুষ্ঠিত হবে ক্রীড়া প্রতিযোগিতা।

Leave a Reply