দেরিতে হলেও শীতের ঝড়ো ব্যাটিং থমকে গেলো পশ্চিমী ঝঞ্ঝার ফলে, বড়দিনে উষ্ণতা বৃদ্ধির পরেই থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা

Social

মলয় দে নদীয়া:- দেরিতে হলেও ক্রিজে নেমেই ঝোড়ো ব্যাটিং শীতের। পরপর চার-ছক্কায় কাঁপুনি ধরাচ্ছিলো ঠান্ডা। শহর কলকাতা-সহ জেলাগুলিতেও নামছিলো পারদ।তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিলো ১১.২ ডিগ্রিতে। পাল্লা দিয়ে পারদ-পতন জারি ছিলো জেলাগুলিতেও বেশিরভাগ ক্ষেত্রেই ৬ থেকে ১০ ডিগ্রীর মধ্যে ঘোরাফেরা করছিলো ।

বড়দিনের উৎসব, শীতের পিঠাপুলি, বিভিন্ন মেলা উপভোগ করা বাঙালির খুশিতে বাদ সাধলো পশ্চিমী ঝঞ্জা। হাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের পশ্চিমী ঝঞ্জা এবং বাংলাদেশের উপকূলের সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের দরুন বাতাসে জলীয় বাষ্প আগের তুলনায় বেড়েছে। যার দরুন উত্তরের শীতল বাতাস বাধা পাচ্ছে এবং আকাশ হালকা থেকে আংশিক মেঘলা হয়েছে‌ আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত একই রকম অবস্থায় থাকবে আকাশ। বাড়বে না শীত। জেলার তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এরমধ্যে ২৪ ডিসেম্বর থেকে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে এবং ২৬ ও ২৭ শে ডিসেম্বর দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply