সাবধান ! অনেকটা নামবে কিন্তু পারদ, হতে চলেছে শৈত‍্যপ্রবাহ

Social

মলয় দে নদীয়া:- ১৯ শে ডিসেম্বর রবিবার রাত থেকেই রাজ্যজুড়ে আরও নামতে চলেছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে শৈত্যপ্রবাহ। আবহাওয়া দপ্তরের কথা মতোই পারদ নামতে শুরু করেছে রাজ্য, বিভিন্ন জায়গাতে তাপমাত্রা অনেক তাই নিচের দিকে।

ইতিমধ্যেই সারা দেশজুড়ে শীতের আবহাওয়া একেবারে জাঁকিয়ে বসেছে। মৌসম ভবন থেকে জানানো হয়েছে, উত্তর পশ্চিম ভারত সহ প্রায় সব রাজ্যে আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে প্রবল শৈত্য প্রবাহ। পাঞ্জাব চন্ডিগড় হরিয়ানা সহ আরও বিভিন্ন রাজ্যে শীতের দাপট থাকবে ব্যাপকভাবে।আবহাওয়া দপ্তরের কথা মতোই পারদ নামতে শুরু করেছে রাজ্য, বিভিন্ন জায়গাতে তাপমাত্রা অনেক তাই নিচের দিকে। ইতিমধ্যেই সারা দেশজুড়ে শীতের আবহাওয়া একেবারে জাঁকিয়ে বসেছে। মৌসম ভবন থেকে জানানো হয়েছে, উত্তর পশ্চিম ভারত সহ প্রায় সব রাজ্যে আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে প্রবল শৈত্য প্রবাহ।গতকাল রাজ্যে কলকাতার তাপমাত্রা ১৬-২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে, বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়লেও, সকাল থেকেই চারপাশ কুয়াশাচ্ছন্ন ছিল বলে জানা যাচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, এখন রাজ্যে আপাতত নেই কোন বৃষ্টির সম্ভাবনা। আর সেই কারণেই আগামীতে আরো জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে।
ঘন কুয়াশার কারণে দৃশমানতা কমে যেতে পারে।২৪শে ডিসেম্বর বা তারপর থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।

বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় ৬ – ১০°সেঃ এর মধ্যে ঘোরাফেরা করতে পারে শীতের পারদ।

ছবি: গুগোল (প্রতিকী)

Leave a Reply