মলয় দে, নদীয়া :- নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর কালীবাড়ি রেল গেট সংলগ্ন কিছুটা অংশ দীর্ঘদিন ধরে খারাপ হওয়ার কারণে, একাধিক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণ গেছে, খোয়া ছিটকে গুরুতর জখম হয়েছেন অনেকেই। এলাকার বেশিরভাগ শিশু ও মহিলারা শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছেন। তাই আজ ভক্তদের কাঁধে চড়ে নগর পরিক্রমায় বেরিয়ে ফিরে আসার সময় লক্ষ্য করেন, প্রশাসনিক উদাসীনতায় বাধ্য হয়ে জাতীয় সড়কের উপর বসে এলাকাবাসী বিক্ষোভ শামিল হয়েছেন। যার বেশির ভাগ অংশ মহিলা এবং শিশু। রাধামাধব কাঁধে চেপেই, পাশে পালকিতে রাধারাণী কে নিয়ে সমস্ত ভক্তবৃন্দ দের মাঝে অধিষ্ঠান করেন ধুলোর মধ্যেই। শুধু নৈতিক সমর্থন নয়, রীতিমতো এলাকাবাসীর সাথে গর্জে উঠলেন নগর পরিক্রমার ভক্তবৃন্দরা।
শান্তিপুর থানার ওসি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা আন্দোলন ক্ষেত্র ত্যাগ করেন। সকলে বলে ওঠেন জয় রাধামাধবের জয়।