নদীয়ার ফুলিয়ার রাস্তা থেকে উদ্ধার হলো কচ্ছপ ! বনদপ্তরে পাঠালো গৃহস্থ পরিবার

Social

মলয় দে, নদীয়া:- শান্তিপুর ফুলিয়া চটকাতলা এলাকার এক গৃহস্থ বাড়ি থেকে কচ্ছপ উদ্ধার করা হলো। জানা যায় গতকাল রাত্রে ওই এলাকারই এক যুবক রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখনই রাস্তাতেই কচ্ছপ টিকে ঘুরে বেড়াতে দেখে ওই যুবক। এরপর কচ্ছপটি কে রাস্তা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে সযত্নে রেখে দেয়। শনিবার সকাল হতেই যুবকের পরিবার খবর দেয় বনদপ্তর কে । শনিবার বিকেল চারটে নাগাদ শান্তিপুর ফুলিয়া চটকাতলা এলাকায় পৌঁছায় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা,এরপর ওই গৃহস্থ বাড়ি থেকে কচ্ছপ টিকে উদ্ধার করেন।

অনুপম সাহা জানান কচ্ছপ টিকে উদ্ধার করেছেন এখন বনদপ্তরের হাতে তুলে দেবেন তিনি। তিনি এও জানান ওই যুবক গতকাল রাতে রাস্তা থেকে যদি কচ্ছপটিকে উদ্ধার না করতো তাহলে কচ্ছপটির আর সন্ধান পাওয়া যেত না। আশেপাশে কোন জলাশয় জায়গাতে হয়তো কচ্ছপটি ছিল কোন কারনে রাস্তাতে উঠেপড়ে।

Leave a Reply