মলয় দে, নদীয়া :-সমগ্র দেশের সঙ্গে বর্তমানে পশ্চিমবাংলায় ভয়াবহ করোনা পরিস্থিতি।আর এই এই পরিস্থিতিতে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের অক্লান্ত পরিশ্রমে গোটা বাংলা আজ অবতীর্ণ করোনার বিরুদ্ধে যুদ্ধে। শত অসুবিধা সত্ত্বেও নিজের কর্তব্যে অবিচল স্বাস্থ্য কর্মীরা। তাদেরই একজন নদীয়ার ফুলিয়ার কৃষ্ণা ঘোষ।
আংশিক লকডাউনের সময় লোকাল ট্রেন বন্ধ থাকায় তিনি ফুলিয়া থেকে বাস অথবা বিকল্প অন্য কোন যানবাহনে রানাঘাট স্টেশনে আসেন। তারপর সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে স্পেশাল ট্রেনে করে যান কর্মস্থল কলকাতার বি আর সিং হাসপাতালে। তাতেও কোনো অভিযোগ নেই কৃষ্ণা দেবীর। তিনি চান এই বিপদের সময় তার কর্তব্য যেন কোনো ত্রুটি না হয়।নার্স দিবসে নিউজ সোশ্যাল বার্তার পক্ষ থেকে কুর্নিশ স্বাস্থ্যকর্মী কৃষ্ণা ঘোষকে।