মলয় দে নদীয়া:- রাজ্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা যখন দুয়ারে নিয়ে এসেছে তখন কেন্দ্র সরকারি সহযোগিতায় বসতে চলেছে মেলা। তবে সাধারণ মানুষদের জন্য নয়, বিশেষভাবে সক্ষম দের জন্য। ৬০ বছর বয়সের মধ্যে অস্থি সংক্রান্ত, দৃষ্টি বা মূক বধির বা মানসিক ভারসাম্যহীন দের বিভিন্ন সহায়ক সরঞ্জাম প্রদানের কথা ঘোষণা করেন রানাঘাট তপশিলি কেন্দ্রের সংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন অতি শীঘ্রই তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোন একটি স্থানে এ ধরনের একটি মেলা করার আয়োজন করা হচ্ছে। রাজনৈতিক দল মত নির্বিশেষে মাসে ১৫০০০ টাকার কম উপার্জনের পরিবারের বিশেষভাবে সক্ষম সদস্যের জন্য কৃত্রিম অঙ্গ পতঙ্গ বা সহায়ক সরঞ্জাম বিনামূল্যে পেতে একটি আবেদনপত্রের সাথে স্থায়ী বসবাসের এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত প্রতিলিপি এবং দুই কপি ছবি নিয়ে জমা করতে হবে।
৬০ বছরের উর্ধ্বে বয়স্কদের ক্ষেত্রে কোন শংসাপত্রের প্রয়োজন হবে না। আবেদন জমা করার তিন মাসের মধ্যে, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ভিন রাজ্য থেকে সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসার পর তা সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হবে বিশেষভাবে সক্ষমদের তা সে যত ব্যয় সাপেক্ষ হোক না কেন।
স্বভাবতই সংসদ জগন্নাথ সরকারের এই পরিকল্পনায় খুশির হাওয়া বিশেষভাবে সক্ষমদের মহলে।