মলয় দে নদীয়া :- সাতসকালে নদীয়ার নবদ্বীপ ভাগীরথী নদীতে কুমির দেখায় চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার ফকিরডাঙ্গা ঘোলা পাড়া গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গ সেতু সংলগ্ন বালুরচর এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ।
জানা যায় সকাল বেলা হঠাৎই ঘাট লাগোয়া ভাগীরথী নদীতে কুমির ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী। নিমেষে খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তর থেকে লোকজন এসে ইতিমধ্যেই কুমিরের খোঁজে তল্লাশি শুরু করেছে। যদিও সকাল থেকেই কুমিরের আতঙ্কে নদীতে কেউ আর নামছে না স্নান করতে। নৌকার ট্রলার যাত্রীরা জানান কিছুটা দূরে ঘাটপারাপারে বিশেষত সন্ধ্যার পর প্রায় বন্ধ হয়ে যেতে পারে।এলাকার মাছ ধরে জীবিকা অর্জন করা মাঝিরা অত্যন্ত সমস্যার মধ্যে পড়েছেন ।
পুলিশের পক্ষ থেকে যাতে কেউ জলে না নামেন তার জন্য মাইকের মাধ্যমে সচেতন করতে দেখা যায়।
এলাকার বাসিন্দা সুধীর ব্যাপারে বলেন “আজ সকালবেলা থেকে আমাদের বালুরচরের ঘাটে কুমিরটি দেখা যায়।মাঝে মাঝে উপরের দিকে উঠছে। খুব চিন্তার মধ্যে আছি।”
বন দফতরের এক আধিকারিক বলেন ” খবর পাওয়া মাত্রই আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ করি এবং এলাকায় পৌঁছে যাই, কুমিরটি ব্রীজ ছেড়ে নতুন রেল ব্রীজের দিকে গেছে। কাল সকালে বন দফতরের তরফ থেকে আরও উদ্যোগ গ্রহণ করা হবে”।