অষ্টমী কালীপূজোর উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির পটাশপুরে

News

মদন মাইতি, পূর্ব মেদিনীপুর: অষ্টমী কালীপূজো উপলক্ষে এক মহতী উদ্যোগ পটাশপুরে। করোনা পরিস্থিতিতে এই বিধ্বস্ত পৃথিবীতে অনেক অনেক মানুষ মানবসমাজকে সুস্থ রাখতে সাহসিকতার সঙ্গে লড়াই করছে এই বিষয়ে ব্যতিক্রম নয় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের পুরুষোত্তোমপুর বার্ণিং সান ক্লাব। । তারা এই সংকটময় পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে সামান্য অংশীদার হিসেবে মানুষের পাশে দাঁড়াতে বুধবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরের উদ্দোগতাদের উৎসাহ ছিল দেখার মতো।

শিবিরে প্রায় ১০০ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড ব্যাংক । এই মহতী রক্তদান শিবিরের শুভ সূচনায় উপস্থিত ছিলেন পটাশপুর ২ নং ব্লক তৃনমূল কংগ্রেস সহসভাপতি মানস রায়, বিশিষ্ট সমাজসেবী দেবব্রত দাস অধিকারী, পটাশপুর ২ নং ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সহসভাপতি সন্তু মাইতি, এগরা ১ নং ব্লকের কশবা এগরা গ্রামপঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান তথা উপপ্রধান হরিপদ দাস প্রমুখ। সংস্থার কর্মকর্তা প্রনব কর র‌ক্তদাতারা যেভাবে এই এগিয়ে এসেছেন তার জন্য তাদের ধন্যবাদ জানান।

Leave a Reply