মলয় দে নদীয়া:- নদীয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর বেহাল দশা পরিদর্শনে এলেন পূর্ত দপ্তরের মুখ্য আধিকারিকদের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার দুপুর ১২ টা থেকে শুরু হয় পূর্ত দপ্তরের মুখ্য আধিকারিক জি দত্তের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর মূল ফাটলের জায়গা থেকে শুরু করে পুরো সেতুটি পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যবেক্ষণ শুরু করেন। পূর্ত দপ্তরের মুখ্য আধিকারিক জি দত্তের সঙ্গে ছিলেন আরেক মুখ্য আধিকারিক পি পি ধর, এছাড়াও ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় সিং সহ অন্যান্য আধিকারিকরা।
শুক্রবার দুপুর ১২ টায় চলে আসেন বেহাল নবদ্বীপ গৌরাঙ্গ সেতু ব্রিজ পর্যবেক্ষণ করতে। এরপর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় সিং কে সঙ্গী করে দ্রুত সেতু মেরামতের লক্ষ্যে নৌকা করে ব্রিজের নিচে পুরোপুরিভাবে পর্যবেক্ষণ করতে দেখা যায়। প্রায় বেলা তিনটে নাগাদ রাজ্যের পূর্ত দপ্তরের মুখ্য আধিকারিক জি দত্তের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল ফিরে যায়। তবে তাঁরা এখনই সাংবাদিকদের মুখোমুখি কিছু বলতে রাজি নন।