নদীয়ার জালালখালি স্টেশনে রেল দাঁড়ানোর দাবিতে রেল অবরোধ

News

মলয় দে নদীয়া :- নদীয়ার জালালখালি স্টেশনে রেল অবরোধ অবরোধকারীদের দাবি প্রতিটা ট্রেন স্টেশনে দাঁড় করাতে হবে শিয়ালদা শাখার পূর্ব রেলের এটি বৃহত্তম মেন লাইন যা শিয়ালদহ থেকে লালগোলা যাওয়ার পূর্ব রেলের শাখা আজ সকাল ছয়টা থেকে রেল অবরোধ শুরু করে এলাকার সাধারণ নাগরিক তাদের দাবি সমস্ত লোকাল এবং লালগোলা ট্রেন ও লালগোলা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াতে হবে।

তারা জানান দীর্ঘদিন ধরেই এই সমস্যায় পড়ে বহুবার জানানোর পরও আজও সমস্যার সমাধান হয়নি মিলেছে শুধু আশ্বাস তাই আজকে দিনভর কর্মসূচি রাখলেন আন্দোলনকারীরা রেল অবরোধ করে এর ফলে সমস্যায় পড়েছেন রেল যাত্রীরা।

Leave a Reply