মলয় দে, নদীয়া:- যুদ্ধকালীন তৎপরতায় এদিন সকাল থেকেই শুরু হয়ে গেল বেহাল নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর প্রাথমিক পর্যায়ের মেরামতির কাজ। খুশি যানবাহন চালক থেকে শুরু করে সেখানকার স্থানীয় বাসিন্দারা। যদিও মেরামতির মূল কাজ কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনও স্পষ্ট করেননি পূর্ত দপ্তর।
গত বুধবার সকাল ন’টা নাগাদ স্থানীয় এক বাসিন্দা এবং এক বাস চালকের নজরে আসে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর মাঝ বরাবর অংশে বড়োসড়ো ফাটল এবং একটি রেলিং ভেঙে পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। খবর পেয়েই ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ এসেই জায়গাটি খতিয়ে দেখে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে বারবার পর্যবেক্ষণে আসে পূর্ত দপ্তরের আধিকারিকরা। চলে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার কাজ। অবশেষে এদিন সকাল থেকেই শুরু হয়ে যায় নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর প্রাথমিক পর্যায়ের মেরামতির কাজ।