মলয় দে নদীয়া:- ভাইফোঁটা যদি হয়ে থাকে তাহলে বোন ফোঁটা হবে না কেনো? আর পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ বাঁচানোর উদ্দেশ্যেই গাছ ফোঁটা। এমনই চিন্তাভাবনা নিয়ে নদীয়ার যুব বার্তা পরিবার আজ থেকে পাঁচ বছর আগে শান্তিপুরের প্রথম শুরু করেছিলো এই দুই অভিনব ফোঁটার ব্যবস্থা। স্থানীয় এবং জেলার বিভিন্ন প্রান্তের কলাকুশলীরা নাচ গান আবৃত্তি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করার পর বোনেদের ফোঁটা দিতে দেখা যায় ভাইয়েদের। একে একে সকলে গাছে ফোটা দেয় তার দীর্ঘায়ু কামনা করে। শান্তিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিল্পী কবি সাহিত্যিক নাট্যজগতের ব্যক্তিত্ব বিজ্ঞান কর্মী সকলেই সমবেত হয়েছিলেন এই অনুষ্ঠানে।
উদ্যোক্তা নদীয়ার যুগবার্তার পক্ষ থেকে সঞ্জিত কাষ্ঠ জানান, ফোঁটা আসলে প্রতিকী, আসল উদ্দেশ্য মানুষের মধ্যে বন্ধন এবং পরিবেশের প্রতি আনুগত্য বৃদ্ধি করা।