পূর্ব বর্ধমানের স্বপন দাস বাউল নির্ভয়ে ভোট দানে আগ্রহ বাড়াতে সাধারণ মানুষকে সচেতন করে চলেছে গানে গানে

News

মলয় দে, নদীয়া :- এর আগেও তাকে সমাজ সংস্কারক হিসেবে দেখা গেছে, কখনো বিযমদ কান্ডে, কখনো করোনা সচেতনতায়, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে তিনি ছিলেন সরকারি প্রচারক।

তিনি হলেন পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল। পথচলতি দের গান গাইতে গাইতে শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনের ভোটারদের নির্ভয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান তার কন্ঠে সুরে রয়েছে সম্প্রীতির বার্তা। অনেকে ভিক্ষাবৃত্তি ভেবে খুচরো পয়সার এগিয়ে দিচ্ছেন তার দিকে, তা দূরে সরিয়ে তার একটাই অনুরোধ ভোট নষ্ট করবেন না। তিনি জানান কেন্দ্র রাজ্য নির্বাচন কমিশন থেকে সম্মান পেয়েছেন তিনি, তা রক্ষার দায়িত্ব আছে তার, তাই এ সচেতনতা প্রচার। আজ থেকে শুরু করেছেন সমগ্র বিধানসভা ভিত্তিক প্রচার, চলবে সরকারি রীতি মেনে।
নিজ নিজ দলের প্রার্থীর হয়ে প্রচারে করছে সকলে, কিন্তু স্বপন বাবু প্রচার করছেন সাধারণ মানুষের জন্য। আর এ কাজ যাদের করার কথা অর্থাৎ সরকারি বিধিব্যবস্থা তা হয়তো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলেও বাস্তবে গ্রামেগঞ্জে চায়ের দোকান বাজার টোটো স্ট্যান্ড রেশনের দোকানে তাদের দেখা না মিললেও স্বপন বাবু বিরাজমান সর্বোত্র।
সাধারণ মানুষ গান শোনার তাগিদে এসে, উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে আগ্রহী হচ্ছেন বলেই জানালেন।

Leave a Reply