হিংসা অব্যাহত, ইন্টারনেট পরিষেবা বন্ধ রাজ্যের ছয় জেলায়

Social

ওয়েবডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন এর বিরোধিতায় বিক্ষোভ চলছে রাজ্যের  বিভিন্ন জায়গায় । ক্ষোভ ক্রমেই হিংসাত্মক আন্দোলনের চেহারা নিচ্ছে। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবারই রাজ্যবাসীকে আবেদন করেছিলেন গন্ডগোল বা অশান্তি না করে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করতে। সরকারি সম্পত্তি নষ্ট করলে কড়া ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছিলেন।

রবিবার সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সরকার বারবার বলা সত্ত্বেও কিছু বহিরাগত শক্তি মিলে উস্কানি দিয়ে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চক্রান্ত করছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে। এই জেলাগুলির মধ্যে আছে উত্তর ২৪ পরগনার বারাসত এবং বসিরহাট মহকুমা, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এবং ক্যানিং মহকুমা, হাওড়া, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর ।

আজ রবিবারও অশান্তি ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। বিক্ষোভে বাড়তে থাকায় হিংসা এড়াতে কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার।

Leave a Reply