নদীয়ায় ট্রেনের বাঙ্ক থেকে নগদ টাকা ও ভ্যাকুম ক্লিনার সহ দুটি ব্যাগ উদ্ধার ,আরপিএফের সহযোগিতায় ফেরত পেল মালিক  

News

মলয় দে নদীয়া : নদীয়ার শান্তিপুরে ট্রেনের যাত্রীরা নেমে যাওয়ার পরে আরপিএফ এর ডী রুদ্র প্রসাদ এবং এইচ সি মোহাম্মদ হুসেন আপ 1509 এবং 4014–D ট্রেন ভালো করে নিরীক্ষণ করতে করতে দুটি ব্যাগ এর হদিস পান। এদের মধ্যে একটি গোলাপী রঙের ব্যাগ এবং অন্যটি কালো এবং নীল বর্ণের ব্যাগ । যদিও বিষয়টিকে নিয়ে যাত্রীদের মধ্যে কোনো উদ্বিগ্নতা লক্ষ্য করা যায়নি । এরপর সেখানে নাকা চেকিং এর পর দেখা যায় একটি এয়ার মেশিন , একটি প্রিন্টার , একটি কালো রঙের আর ফোন বা হেড ফোন এবং কিছু পেপার এবং কালী।

অপর দিকে আরেকটি ব্যাগে লক্ষ্য করা যায় দুটি নতুন শাড়ি , ৪৩২০০ নগদ টাকা। আরপি এফ এর সুত্রে জানা যাচ্ছে প্রথম পিঙ্ক কালারের ব্যাগটি সুজিত নায়েকের যার বাড়ি নদীয়া জেলার গাজীপুরে,
দ্বিতীয় নীল রঙের ব্যাগটির মালিক মহাদেব চন্দ্র দাস এমনটাই জানা গেলো আর পি এফ দের তদন্তে সুত্রে । তবে ওই ব্যাগের মালিক রা ব্যাগ দুটি ফেরত পেয়েছেন।

ব্যাগ দুটির মালিকরা জানান ” ব্যাগ ফিরে পাবো ভাবতে পারিনি। আরপিএফ এর কর্মীদের অভিনন্দন ও ভালোবাসা জানাই ।

Leave a Reply