মলয় দে, নদীয়া:কার্যত আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে নদীয়ার শান্তিপুর বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব। আজ থেকে তিন দিন ধরে শান্তিপুর বিধানসভা এলাকার প্রবীণ ভোটার এবং শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার কাজ শুরু হলো।
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হলেও শনিবার পর্যন্ত এই ভোটগ্রহণপর্ব চলবে। শান্তিপুর বিধানসভা এলাকার শান্তিপুর পুরসভার ২৪ টি ওয়ার্ড এবং শান্তিপুর ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে আগামী ৩০ অক্টোবর শান্তিপুর বিধানসভা উপনির্বাচন।২ লক্ষ ৫৪ হাজার মানুষ তাদের ভোট দিয়ে আবার নতুন করে তাদের বিধায়ক নির্বাচন করবেন। যদিও শান্তিপুর বিধানসভার মধ্যে প্রবীণ ও শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন প্রায় ১৫০০ জন। যারা ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না। তাই তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশে আজ থেকেই শুরু করছেন শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে নির্বাচন আধিকারিক। মোট ২২টি টিম গাড়ি করে বিভিন্ন এলাকায় প্রবীণ ও শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করবেন ব্যালটের মাধ্যমে। প্রতিটি টিমে থাকছেন প্রথম পোলিং অফিসার,দ্বিতীয় পোলিং অফিসার,মাইক্রো অবজারভার, ভিডিও ফটোগ্রাফার সহ ৪ জন ভোট কর্মী। থাকবেন বুথ লেভেল অফিসার। সেই সঙ্গে থাকবেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। সকাল থেকে শান্তিপুর ব্লক অফিস থেকে গাড়ি নিয়ে ভোট কর্মীরা বেরিয়ে পড়েছেন বিভিন্ন জায়গায় সেই সব ভোটারদের ভোট গ্রহণ করার জন্য। সম্পূর্ণ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়েই ভোটগ্রহণপর্ব তিন দিন ধরে চলবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে।