শতাধিক বিশেষভাবে সক্ষম প্রান্তিকদের খাদ্যদ্রব্য বিতরণ ব্যবসায়ীর

News

মলয় দে নদীয়া :- নদীয়া জেলার শান্তিপুরের সমিত মন্ডল, কর্মসূত্রে দীর্ঘদিন থাকতেন বাইরে, দান খয়রাতির অভ্যাস তার ছোটবেলা থেকে। লকডাউন এর কিছুদিন আগে, স্থায়ীভাবে শান্তিপুরে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে মতিগঞ্জ মোড়ে একটি সিটি বাজার নামে দোকান খোলেন! তারপর থেকেই শুরু হয় বাধা, করোনা পরিস্থিতিতে দীর্ঘ দিনের লকডাউন! পরবর্তীতে আবার আংশিক দু’দফায়। কিন্তু এর মধ্যেও ভেঙে পড়েননি তিনি, তিনি বলেন বেঁচে থাকলে ব্যবসা অনেক হবে! মানুষ না থাকলে কাকে নিয়ে করবো ব্যবসা? তাই মানবিক কারণেই চাল মুড়ি বিস্কুট সোয়াবিন সাবান নানা বিধ উপকরণ প্রায় শতাধিক শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষকে আজ তুলে দেন তার দোকান থেকে।

তিনি জানান এর আগেও লকডাউনে, তার সাধ্যমত অর্ঘ্য নিবেদন করেছেন প্রান্তিক মানুষদের জন্য। পরিস্থিতি অবনতি হলেও তাদের পাশেই থাকবেন তিনি।

Leave a Reply