বাংলাদেশ সংখ্যালঘুদের উপর হামলা দুর্গা মন্দির সহ মন্দিরে হামলায় শান্তি বার্তা দিতে পথে নামল বাউল শিল্পী স্বপন দত্ত

News

মলয় দে নদীয়া:- বাংলাদেশ সংখ্যালঘুদের উপর হামলা দুর্গা মন্দির সহ মন্দিরে হামলায় শান্তির বার্তা দিতে পথে নামল বাউল শিল্পী স্বপন দত্ত বাউল। বাংলাদেশ পুজো পাটে বাঁধা বা যখন সংখ্যালঘুরা বারবার আক্রান্ত হচ্ছে নতুন করে যাতে কোন হিংসাত্মক ঘটনা না ঘটে। তারই বার্তা নিয়ে সুদূর বর্ধমান জেলার খাজা আনোয়ার বের এর বাসিন্দা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বপন দত্ত বাউল নিজের লেখা গান সুর ছন্দ নিয়ে জেলায় জেলায় ঘুরে শান্তির বার্তা লিখছেন।

এইদিন নদীয়ার রানাঘাটের বেশ পিছু রাস্তায় জনবহুল এলাকাতে ঘুরে ঘুরে গানের ছন্দে শান্তির বার্তা ছড়াচ্ছেন। রানাঘাটের এক বাসিন্দা সুব্রত রায় জানিয়েছেন একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাউল শিল্পী সমাজকে শান্তির বার্তা দিতে বিনা পারিশ্রমিকে এভাবে পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন। উনার প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা এবং এই বার্তাটিতে উনিও সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply