মলয় দে, নদীয়া:- রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে বিশেষ শিক্ষক ( স্পেশাল এডুকেটর) নিয়োগের দাবিতে নদীয়া জেলার বিশেষ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেয়া হলো জেলা প্রজেক্ট অফিসারের কাছে। অন্যান্য রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও শিশু কেন্দ্র গুলি থেকে শুরু করে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক প্রতিটা বিদ্যালয় বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীর সংখ্যা নেহাত কম নয়। কিন্তু সেইসব বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সর্বাঙ্গীণ বিকাশের প্রয়োজনে বিদ্যালয় ভিত্তিক কোন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের (স্পেশাল এডুকেটর) এর ব্যবস্থা নেই।
সেইসব বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের পঠন পাঠন সহ শারীরিক ও মানসিক উন্নয়নের কথা মাথায় রেখে আজ দুপুর বারোটা নাগাদ নদিয়ার কৃষ্ণনগরে নদীয়া জেলা বিশেষ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রতিটি বিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত (স্পেশাল এডুকেটর) শিক্ষক নিয়োগের দাবিতে ডেপুটেশন মাধ্যমে স্মারকলিপি জমা দেওয়া হয় ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার (DPO) , সমগ্র শিক্ষা মিশন কে। আজকের ই ডেপুটেশনে নদীয়া জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক হাজির ছিলেন।
স্মারকলিপি হাতে পাওয়ার পর ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার মাননীয় শ্রী বিশ্বজিৎ ঢ্যাঙ্গ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের তুলে ধরবেন বলে আশ্বাস দেন ডেপুটেশন রত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের।