মহাষষ্ঠীর সন্ধ্যায় ট্রাইসাইকেল পেয়ে খুশী হিরো সেখ

News

মলয় দে নদীয়া:-শান্তিপুর তৃণমূল কংগ্রেস ভবন থেকে উপনির্বাচনের জন্য পার্টির কাজ সেরে বেরোচ্ছিলেন যুব তৃণমূল নেতা রমাপ্রসাদ ভট্টাচার্য্য ও প্রবীর দাস। শান্তিপুর তৃণমূল ভবন থেকে বেরিয়ে দেখেন রাস্তায় দু পা কাটা এক ব্যক্তি ভ্যানের উপর শুয়ে, এবং তার বাবা ভ্যান চালিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ভিক্ষা করে বেড়াচ্ছেন।তারা জানতে পারে শান্তিপুর শহরের নম্বর ওয়ার্ডে বাসিন্দা হিরো শেখ আগে সুস্থ ছিলো, এবং পেশায় তাঁত শ্রমিক ছিলেন । একটি রেল দুর্ঘটনায় তার দুটি পা খুইয়েছে, চিকিৎসার পেছনে বহু টাকা খরচ করার পর তারা এখন নিঃস্ব ।এমতাবস্থায় রোজ ছেলেটিকে ওই ঠেলায় শুইয়ে ভিক্ষা করে দিন কাটাচ্ছেন।

তাদের সুরাহার জন্য শান্তিপুরের বিশেষভাবে সক্ষম দের জন্য কাজ করা সংগঠন প্রতিবন্ধন সংস্থার প্রতিনিধি সভাপতি সুজন দত্ত সাথে যোগাযোগ করার পর তারা, ছেলেটির জন্য একটি ট্রাই সাইকেলের ব্যবস্থা করেন, এবং নতুন বস্ত্রের সাথেই স্বাধীনভাবে চলার জন্য নতুন ট্রাইসাইকেল পেয়ে খুশি হিরো শেখ। সে জানায় এখন থেকে তার বাবার দুশ্চিন্তা একটু কমলো তাই উপার্জনের দিকে মন দিতে পারবে।

প্রতিবন্ধী সংগঠনের সভাপতি সুজন দত্ত জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী যে মানবিক ভাতা চালু করেছেন তা হয়তো তারা জানতেন না তবে অতিসত্বর সে ব্যবস্থা তার জন্য আমরা করছি।

Tagged

Leave a Reply