নদীয়া শান্তিপুর বাইগাছি মহিলা সমিতির দুর্গাপুজো উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

News

মলয় দে নদীয়া :- কলকাতায় মহালয়ার পর থেকে পুজো শুরু হলেও , জেলাগুলিতে মূলত পূজা শুরু হয় পঞ্চমী থেকে। পঞ্চমীর সন্ধ্যায় শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের বাইগাছি মহিলা সমিতির ৪৮তম পুজো উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই পুজোর উদ্বোধনে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ সহকারি প্রশাসক শুভজিৎ দে, উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। যদিও তাকে প্রার্থী হিসেবে আমন্ত্রণ করা হয়নি বলেই দাবি মহিলা সদস্যদের, তাদের বক্তব্য অনুযায়ী জগদ্বিখ্যাত বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির যুবরাজ হিসাবেই ব্রজকিশোর গোস্বামী কে প্রার্থী ঘোষণার অনেক আগেই আমন্ত্রণ জানিয়েছেন তারা। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান জেলার বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধনে পৌঁছেছেন তিনি, তবে শান্তিপুরে পুজো উদ্বোধন বিশেষ বার্তা বহন করে। শারদীয়া উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি সরকারি লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রশংসা করে বলেন, বাংলায় বিভেদকামী লক্ষীছাড়াদের যেন মা দুর্গা বিতাড়িত করেন এই কামনাই করি‌।

Leave a Reply