নদীয়ার ফুলিয়ায় বাড়িতে বসে নিজের হাতে প্রতিমা তৈরি করে পুজো করছেন অষ্টম শ্রেণীর এক ছাত্র

News

মলয় দে নদীয়া:- ছোট থেকেই আগ্রহ ছিল নিজের হাতে প্রতিমা তৈরি করার, সেই আগ্রহ থেকেই বাড়িতে বসে নিজের হাতে প্রতিমা তৈরি করে পুজো করছেন অষ্টম শ্রেণীর এক ছাত্র। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকার বাসিন্দা উৎসব কর্মকার। বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়ে। ছোট থেকেই আগ্রহ ছিল নিজে হাতে বিভিন্ন দেবদেবীর মূর্তি গড়ে তোলা। অন্যান্য শিল্পীরা যখন প্রতিমা তৈরি করতেন সেই কাজ আগ্রহ সহকারে দেখতো উৎসব কর্মকার। আর সেই চোখে দেখা কাজেই বাড়িতে এসে নিজে হাতে তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যেত। মাটি দিয়ে মূর্তি তৈরি করা তারপর ভেঙে ফেলা এভাবেই চলতে চলতে তিনি একটি সুন্দর দুর্গা প্রতিমা তৈরি করে ফেলেন। প্রতিবছর নিজে হাতেই এই কিশোর দুর্গা প্রতিমা তৈরি করে বাড়িতেই পুজো করে। পরিবারের অন্যান্য সদস্যরা ও উৎসবের এই কর্মকাণ্ডে খুব খুশি। উৎসবের মা বলেন প্রথমে আমরা ওকে বকাবকি করতাম। যখন ও প্রচেষ্টা চালিয়ে একটু দুর্গা প্রতিমা তৈরি করেন তারপর থেকে ও নিজে হাতে ৪ বছর ধরে দুর্গা প্রতিমা বানিয়েছে। শুধু দুর্গাপ্রতিমা নয় অন্যান্য দেবদেবীর মূর্তি ও এখন তৈরি করছে উৎসব।

Leave a Reply